Chalisa

শ্রী শিব চালীসা Shiv Chalisa In Bengali

শ্রী শিব চালীসা Shiv Chalisa In Bengali

Shiv Chalisa In Bengali

শিব চালীসা

ওং নমঃ শিবায

॥দোহা॥
জয গণেশ গিরিজাসুবন মংগল মূল সুজান ।
কহত অযোধ্যাদাস তুম দে-উ অভয বরদান ॥

জয গিরিজাপতি দীনদযালা ।
সদা করত সংতন প্রতিপালা ॥
ভাল চংদ্রমা সোহত নীকে ।
কানন কুংডল নাগ ফনী কে ॥

অংগ গৌর শির গংগ বহাযে ।
মুংডমাল তন ক্ষার লগাযে ॥
বস্ত্র খাল বাঘংবর সোহে ।
ছবি কো দেখি নাগ মন মোহে ॥

মৈনা মাতু কি হবে দুলারী ।
বাম অংগ সোহত ছবি ন্যারী ॥
কর ত্রিশূল সোহত ছবি ভারী ।
করত সদা শত্রুন ক্ষযকারী ॥

নংদী গণেশ সোহৈং তহং কৈসে ।
সাগর মধ্য কমল হৈং জৈসে ॥
কার্তিক শ্যাম ঔর গণরা-ঊ ।
যা ছবি কৌ কহি জাত ন কা-ঊ ॥

দেবন জবহীং জায পুকারা ।
তবহিং দুখ প্রভু আপ নিবারা ॥
কিযা উপদ্রব তারক ভারী ।
দেবন সব মিলি তুমহিং জুহারী ॥

তুরত ষডানন আপ পঠাযৌ ।
লব নিমেষ মহং মারি গিরাযৌ ॥
আপ জলংধর অসুর সংহারা ।
সুযশ তুম্হার বিদিত সংসারা ॥

ত্রিপুরাসুর সন যুদ্ধ মচাযী ।
তবহিং কৃপা কর লীন বচাযী ॥
কিযা তপহিং ভাগীরথ ভারী ।
পুরব প্রতিজ্ঞা তাসু পুরারী ॥

দানিন মহং তুম সম কো-উ নাহীম্ ।
সেবক স্তুতি করত সদাহীম্ ॥
বেদ মাহি মহিমা তুম গাযী ।
অকথ অনাদি ভেদ নহীং পাযী ॥

প্রকটে উদধি মংথন মেং জ্বালা ।
জরত সুরাসুর ভে বিহালা ॥
কীন্হ দযা তহং করী সহাযী ।
নীলকংঠ তব নাম কহাযী ॥

পূজন রামচংদ্র জব কীন্হাম্ ।
জীত কে লংক বিভীষণ দীন্হা ॥
সহস কমল মেং হো রহে ধারী ।
কীন্হ পরীক্ষা তবহিং ত্রিপুরারী ॥

এক কমল প্রভু রাখে-উ জোযী ।
কমল নযন পূজন চহং সোযী ॥
কঠিন ভক্তি দেখী প্রভু শংকর ।
ভযে প্রসন্ন দিএ ইচ্ছিত বর ॥

জয জয জয অনংত অবিনাশী ।
করত কৃপা সবকে ঘট বাসী ॥
দুষ্ট সকল নিত মোহি সতাবৈম্ ।
ভ্রমত রহৌং মোহে চৈন ন আবৈম্ ॥

ত্রাহি ত্রাহি মৈং নাথ পুকারো ।
যহ অবসর মোহি আন উবারো ॥
লে ত্রিশূল শত্রুন কো মারো ।
সংকট সে মোহিং আন উবারো ॥

মাত পিতা ভ্রাতা সব কোযী ।
সংকট মেং পূছত নহিং কোযী ॥
স্বামী এক হৈ আস তুম্হারী ।
আয হরহু মম সংকট ভারী ॥

ধন নির্ধন কো দেত সদা হী ।
জো কোযী জাংচে সো ফল পাহীম্ ॥
অস্তুতি কেহি বিধি করোং তুম্হারী ।
ক্ষমহু নাথ অব চূক হমারী ॥

শংকর হো সংকট কে নাশন ।
মংগল কারণ বিঘ্ন বিনাশন ॥
যোগী যতি মুনি ধ্যান লগাবৈম্ ।
শারদ নারদ শীশ নবাবৈম্ ॥

নমো নমো জয নমঃ শিবায ।
সুর ব্রহ্মাদিক পার ন পায ॥
জো যহ পাঠ করে মন লাযী ।
তা পর হোত হৈং শংভু সহাযী ॥

রনিযাং জো কোযী হো অধিকারী ।
পাঠ করে সো পাবন হারী ॥
পুত্র হোন কী ইচ্ছা জোযী ।
নিশ্চয শিব প্রসাদ তেহি হোযী ॥

পংডিত ত্রযোদশী কো লাবে ।
ধ্যান পূর্বক হোম করাবে ॥
ত্রযোদশী ব্রত করৈ হমেশা ।
তন নহিং তাকে রহৈ কলেশা ॥

ধূপ দীপ নৈবেদ্য চঢাবে ।
শংকর সম্মুখ পাঠ সুনাবে ॥
জন্ম জন্ম কে পাপ নসাবে । 
অংত ধাম শিবপুর মেং পাবে ॥

কহৈং অযোধ্যাদাস আস তুম্হারী ।
জানি সকল দুখ হরহু হমারী ॥

॥দোহা॥
নিত নেম উঠি প্রাতঃহী পাঠ করো চালীস ।
তুম মেরী মনকামনা পূর্ণ করো জগদীশ ॥

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button